সিরাজগঞ্জের শাহজাদপুরের জুয়ার এলাকা থেকে ২৯ জন জুয়ারু আটক
- প্রকাশিত সময় ০৯:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / 124
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ র্যাব-১২ এক অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলায় আলোচিত জুয়ার এলাকা খ্যাত চৌচির নদী থেকে নৌকার মধ্যে জুয়া খেলা অবস্থায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা সহ ২৯ জন জুয়ারু কে গ্রেফতার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে সিরাজগঞ্জ র্যাব-১২ নেতৃত্বে পোতাজিয়া ইউনিয়নে দুর্গমচর এলাকা নৌকার মধ্যে জুয়া খেলা অবস্থায় ১। লিয়াকত হাসান মেলি (৪৫) ২। মোঃ আলম
(৫০) ৩। মোঃ রবিউল করিম (৫০) ৪। মোঃ ইউসুফ ফকির (৩৩) ৫। মোঃ খোকন ফকির (৪৮) ৬। মোঃ সুজল ফকির (২৮) ৭। মোঃ মাহফুজুর রহমান (৩১) ৮। মোঃ জাহাঙ্গীর সরকার (৩৮)
৯। মোঃ আব্দুল আউয়াল (৬৫) ১০।মোঃ আলতাব আলী ফকির (৪৫) ১১। মোঃ জাকির হোসেন (৩৬) ১২ । মোঃ মানিক মোল্লা (৩২) ১৩। মোঃ
আলাউদ্দীন (৪৫) ১৪। মোঃ লুৎফর সরদার
(৬০) ১৫। মোঃ রবিউল ইসলাম (৪২) ১৬। মোঃ শুকচাঁদ (৪০) ১৭। আলহাজ প্রামানিক (৩০) ১৮। মোঃ আনিসুর রহমান (৪৫) ১৯। মোঃ মজনু সরদার (৪৫) ২০। মোঃ মঞ্জিল হোসেন (৩৫) ২১। মোঃ রেজাউল করিম (৪৫) ২২। মোঃ ফারুক হোসেন (৩০) ২৩। মোঃ আনসার প্রমানিক আমজাদ
(৬০) ২৪। মোঃ আবুল বাশার বাবু (৫০) ২৫। মোঃ মানিক মিয়া (৩৫) ২৬। মোঃ ওয়াজেদ মিস্ত্রী (৪৬) ২৭। মোাঃ রেজাউল হক (৪২) ২৮। মোঃ শফিকুল ইসলাম (৩০) ২৯। নয়ন কুমার চক্রবর্তী (৩৫)
নৌকায় জুয়া খেলা অবস্থায় এদের কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ প্রায় ৭০ হাজার টাকা ২৪টি মোবাইল জুয়ার বোড ও ডাব্বুসহ বিপুল পরিমান মালামাল আটক করে। গ্রেফতার কৃতদের বাড়ি বগুড়া জেলা,
নাটোর, রাজশাহী, ফদিরপুর, পাবনা জেলাসহ বিভিন্ন থানায় তাদের বাড়ি বলে জানা গেছে। এদিকে জুয়ারুদের আটক করায় এলাকা বাসী র্যাব-১২ কে ধন্যবাদ জানিয়ে ওই এলাকায় মিষ্টি বিতরন করেছে।