পাবনায় ১৬ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৯:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / 75
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ পাবনা জেলার সদর থানাধীন কবিরপুরে র্যাবের একটি অভিযানে ১৬ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হিরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, পাবনা জেলার পাবনা সদর থানার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখ এর ছেলে মোঃ সম্রাট শেখ (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৬ জুলাই ২০২১ তারিখ সকাল ১১.৩৫ টার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর সাকিনস্থ জিহাদ স্টোর প্রোঃ আব্দুর রাজ্জাক, পিতা- মৃত আবেদ হোসেন এর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১৬ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।