নোয়াখালীর চাটখিলে খিলপাড়া স্কুল মাঠে বিশাল কোরবানির গরু ছাগলের হাট
- প্রকাশিত সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / 155
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে বিশাল কোরবানির গরু ছাগলের হাট বসেছে।
করোনা মহামারী পরিস্থিতিতে গত ১লা জুলাই থেকে ১৪ ই জুলাই সরকার ঘোষিত লকডাউন থাকায় হাট বসতে দেয়নি চাটখিল থানা পুলিশ।
নোয়াখালিতে করোনা পরিস্থিতিতে খুব একটা ভালো না হলেও কতৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনেই খিলপাড়া বাজারের গরু ছাগলের হাট বসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ সকাল থেকে উপজেলার সবচেয়ে বড় বাজার খিলপাড়া বাজারে হাই স্কুল মাঠে সকাল থেকে খামারিরা ও বিক্রেতারা গরু ছাগল নিয়ে জড়ো হচ্ছেন। হাটে রয়েছে কোরবানির প্রিয় পশু কেনার ক্রেতার হিড়িক।
পশুর হাটের পর্যালোচনা করে দেখা যায়, হাটে রয়েছে অনেক গরু ও ছাগল। বিক্রেতারা দাম বেশি চাওয়ায় ক্রেতারা তাদের কাংখিত পশু কিনতে পারছেনা। কোরবানির আরও হাতে চারদিন থাকায় ক্রেতারা দাম কষাকষিক করে নিজের পচন্দের পশু কিনতে পারবেন বলে ক্রেতারা জানান।
পশুর হাটে খিলপাড়া পুলিশ ফাড়ির এস আই ইকবাল হোসেন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের যথেষ্ট নজরদারি রয়েছে বলে জানান। সার্বিক পরিস্থিতি ও অনেক ভালো রয়েছে।