পাবনার ভাঙ্গুড়ায় টিকা নিতে আগ্রহ বেড়েছে
- প্রকাশিত সময় ০৯:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / 99
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা সহ এর বিস্তার রোধে গণমানুষকে সচেতন করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ পরিশ্রম করে যাচ্ছে।
করোনায় দেশে শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিন উর্ধ্বমুখী। ভাঙ্গুড়াতেও একই অবসস্থা বিরাজ করছে। তবে সুখের খবর, চলমান প্রেক্ষাপটে উপজেলার অধিকাংশ মানুষ স্বতস্ফুর্ত করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভীর করছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় উপজেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ৬শত ২০ জন এবং দ্বিতীয় ডোজ ৩ হাজার ৬ শত ৯৮ জন।
প্রথম ধাপে টিকা নিতে মানুষকে তেমন উৎসাহী দেখা না গেলেও এবারের প্রেক্ষাপটে যথেষ্ট আগ্রহ বেড়েছে। গত ১৩ জুলাই ২য় ধাপের ১ম ডোজের টিকা দান করা শুরু হয় এবং
এ পর্যন্ত (১৬ জুলাই/২১ পর্যন্ত) গত ৩ (১৩,১৪,১৫ জুলাই) দিনে ৫ শত ৬ জন টিকা নিয়েছেন। এ প্রসঙ্গে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান,
উপজেলায় সর্বমোট করোনা পজেটিভ মানুষষের সংখ্যা ২ শত ৭৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১ শত ৫৬ জন এবং মৃত্যু সংখ্যা ১ জন।