নাটোরে পশুর হাটে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রচারাভিযান
- প্রকাশিত সময় ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / 111
নাটোর প্রতিনিধি: নাটোরের তেবাড়িয়া হাটে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেছেন নাটোর ০২ আসনের সংসদ
সদস্য শফিকুল ইসলাম শিমুল।
রবিবার দুপুরে তিনি হাটে গিয়ে এইসব কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া তিনি লক্ষীপুর খোলাবাড়িয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা
সামগ্রীসহ কোরবানির জন্য একটি গরু উপহার দেন।
সেখানে টিআর প্রকল্পের তিন লাখ টাকা অনুদানের মাধ্যমে একটি মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, স্বাস্থ্যবিধি মানাতে বর্তমান সরকার ব্যাপক পরিসরে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় তিনি হাটসহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার মাঝে প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করেছেন। অনেক মানুষের মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবনতা দেখা যায়।
যা খুবই উদ্বেগের কারণ। মানুষকে সচেতন করে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান তিনি।