এক বছর পর দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২ নারী
- প্রকাশিত সময় ০৯:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / 158
স্বতঃকন্ঠ বার্তাকক্ষঃ ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশী তরুণী আজ এক বছর পর বেনাপোল চেক পোস্টের মাধ্যমে ফিরে এসেছেন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আজ সকালে আনুষ্ঠানিকভাবে তাদের একটি বিশেষ ভ্রমণ অনুমতিপত্রে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে, বেনাপোল সংবাদদাতা রিপোর্ট করেছেন।
১৯ ও ২০ বছর বয়সী তাদের বাড়ি সিরাজগঞ্জ ও যোশর জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, “পাচারকারীরা তাদের ভাল বেতনের চাকরির প্রস্তাব দিয়ে প্রলোভন দেখিয়ে মুম্বাই নিয়ে যায়। কিন্তু তারা বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয়েছিল, পরিবর্তে। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই পুলিশ তাদের আটক করে,”।
তিনি বলেন, “পরে একটি বেসরকারী এনজিও তাদের হেফাজতে নিয়ে একটি আশ্রয়ে রাখে। এক বছর পর, উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভ্রমণের অনুমতি সহ প্রত্যাবাসন করে,”।
অভিবাসন আনুষ্ঠানিকতার পর দুই নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয় এবং পরে ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডের জন্য তাকে বেনাপোলের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ যশোরের শার্শায় করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও সুরক্ষা সামগ্রী বিতরণ