রাজশাহীর বাঘায় কঠোর লকডাউনে ১৩ জনকে অর্থদণ্ড করেছেন এসিল্যান্ড
- প্রকাশিত সময় ১০:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / 171
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় শুক্রবার (২৩জুলাই ) সকাল ১১ টার উপজেলা বঙ্গবন্ধু চত্বর ও বাঘা বাজার সহ বিভিন্ন মোড়ে মুখে মাস্ক না থাকা, মটরবাইকে ৩ জন আরোহণ, হেলমেট না থাকা ও বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করায় অভিযান চালিয়ে ১৩ জনকে মোট ৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে লকডাউন ফলপ্রসূ করার উদ্দেশ্যে মাস্ক বিহীন বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে-কোন গন্তব্যে যাচ্ছে উত্তর ফলপ্রসূ না হলে তাদেরকে বাসার উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অতি জরুরি পন্য যেমন, ঔষধের দোকান, কাঁচাপন্য, মুদি দোকান ব্যাতীত সকল দোকান বন্ধ দেখা গেছে।
বাঘায় বিশেষ লকডাউনে সাধারণ মানুষের আনাগোনাও ছিলো কম।
এদিকে বাঘার ঐতিহাসিক মাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা সরকারি বিধিনিষেধ অমান্য করে চালাচ্ছে তাদের রান্না বান্না ও খাবারের আয়োজন ।
এবিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে অযথা মটরবাইকে ঘোরাঘুরি, ৩ জন আরোহী, মাস্ক ও হেলমেট ব্যবহার না করায় ১৩টি মামলায় ৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে।