বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই
- প্রকাশিত সময় ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / 165
স্বতঃকণ্ঠ ডেস্কঃ আমরা গভীর শোকাহত হয়ে জানাচ্ছি যে বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী ফকির আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তিনি করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন । আজ রাত ১০ টা ৫৬ মিনিটে মারা যান এই গুণী শিল্পী । গণসংগীত ও দেশীয় পপ সঙ্গীতে রয়েছে তার ব্যাপক অবদান ।
ফকির আলমগীর ১৯৫০ সালের একুশে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানায় জন্মগ্রহণ করেন । ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে তিনি শিল্পী হিসাবে শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন ।
বিগত সময়ে করোনা তার ফুসফুসকে বেশ ভালোভাবে গ্রাস করে ফেলেছিল । তিনি ধিরে ধিরে দুর্বল হয়ে পরেন । অবস্থার অবনতি হলে তাকে হসপিটালে ভর্তি করতে হয় ।
তিনি গানের পাশাপাশি একটি সংগীত গোষ্ঠী প্রতিষ্ঠা ও কিছু বইও লিখেছিলেন। এক কথায় বলতে গেলে আমাদের দেশ আজ একটি বহুমূল্যবান সম্পদ হারিয়েছে । আমরা সকলে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবো।