পাবনার ভাঙ্গুড়ায় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ০৭:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / 159
স্টাফ রিপোর্টারঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শনিবার ২৪ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউ এন ও’র সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই কোভিড-১৯ এর উপর বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোসাঃ হালিমা খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
মতবিনিময় অংশ গ্রহণ করে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন, সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব, থানার অফিসার ইনচার্জ মুঃফয়সালবিন আহসান, পাবনা জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপি, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাইসচেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জুন,ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুখ টুকন প্রমূখ।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবস্থায়ী প্রতিনিধি বৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্ব সম্মিক্রমে কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।