সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে গ্রামে লাঠিবারি খেলা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১১:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / 137
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের উলকো সংঘ কর্তৃক আয়োজিত ৫১ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ঈদের ৩য় দিন বিকেলে মশিপুর গ্রামে এ লাঠিবারি খেলা উপলক্ষে গ্রামে বসে বিশাল জামাই মেলা বসে । মূলত জামাইদের জন্যেই ৫১ বছর ধরে মশিপুর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এ খেলা দেখতে দুপুর থেকেই ওই গ্রামে শত শত মানুষের আগমন ঘটে। আর এই আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পরে এলাকায় উৎসবের আমেজ। আয়োজকরা জানান,সাফল্যের ধারাবাহিকতায় ৫১বছর ধরে এমন আসর আয়োজন করে আসছেন তারা।
বিকেল ৩টা থেকে শুরুকরে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব ইকবাল হোসেন নয়ন,ইউপি মেম্বর সাহেব আলী প্রমূখ ।