নওগাঁর সাপাহারে হাসপাতাল ব্যবস্থ্যাপনা কমিটির আলোচনা সভায় খাদ্যমন্ত্রী
- প্রকাশিত সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / 146
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হাসপাতাল ব্যবস্থ্যাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৫ জুলাই বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে হাসপাতাল ব্যবস্থ্যাপনা কমিটির আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি, ৪৬, নওগাঁ-১ মাননীয় খাদ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মন্ত্রী বলেন, কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা ভ্যাকসিন আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। অচিরেই তিনি দেশের সর্বস্তরের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনবেন।
এসময় মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং করোনা রুগির চিকিৎসা, অক্সিজেন মজুত সহ সার্বিক খোঁজ খবর নেন।
শেষে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন এ্যাম্বুলেন্স প্রদান করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এর শুভ উদ্বোধন করেন মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।
আরও উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সম্পাদক প্রদীপ সাহা ,সাবেক সভাপতি তছলিম উদ্দীন প্রমূখ।