পাবনার চাটমোহরে কঠোর অবস্হানে প্রশাসন, জনগণের অনীহা প্রকাশ
- প্রকাশিত সময় ০৯:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / 166
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণে প্রতিরোধে সরকার ঘোণিত কঠোর বিধিনিষেধের ৪র্থ দিন সোমবার কঠোর অবস্থানে ছিল চাটমোহরের প্রশাসন। তবে মানুষের মধ্যে বিধিনিষেধ মানতে অনীহা লক্ষ্য করা গেছে।
গত দুদিনের মতো সোমবারও রাস্তা-ঘাট,বাজারেও অসংখ্য মানুষ চলাচল করেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করেছে। যানবাহন আর লোকজনের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে। উপজেলা ও
পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী চাটমোহরে টহল দিয়েছে।
পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালত। এতোকিছুর পরও সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি প্রয়োজনীয় সচেতনতা। গ্রামের হাট-বাজারে মাস্কের ব্যবহার নেই বললেই চলে। স্বাস্থ্যবিধি মানা তো দূরে কথা।
লকডাউনের ৪র্থ দিনে সোমবার সকাল থেকেই চাটমোহর পৌর শহরের কয়েকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। আটক করা হয় মোটরসাইকেল,ট্রাক, সিএনজিসহ অন্যান্য যানবাহন।
চালক ও যাত্রীদের পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে। তবে অসংখ্য মানুষ আর যানবাহন বেরিয়েছে রাস্তায়। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক ছিলনা। হাট-বাজার,রাস্তা-ঘাটে লোকজনের চলাফেরা দেখে বোঝার উপায় ছিলনা দেশে করোনা মহামারী চলছে।