সিরাজগঞ্জে প্রতিদিন ৬ শত অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন ডা. আব্দুল আজিজ এমপি
- প্রকাশিত সময় ১২:৩৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 58
সিরাজগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দী মানুষ। তাদের কথা ভেবে দুই সপ্তাহের কঠোর লকডাউনে ৬ শ মানুষকে রান্না করা খাদ্য সহায়তা শুরু করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ, সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
ঘর থেকে বেরোনো বারণ। তাই ঘুরছে না গরীব, অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও দিনমজুরের আয়ের চাকা। হাড়ি চড়ছে না অসহায় পরিবারের উনুনে। একবেলা খেয়ে দুবেলা উপোস।
মঙ্গলবার দুপুরে তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গায় ৬শ অসহায় ও দুস্থ্য মানুষকে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। এভাবে প্রতিদিন অসহায় ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার দেওয়া হবে।
খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, তাড়াশ উপজেলা যুবলীগ নেতা সিরাজ সরকার,
নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু প্রমুখ।