বিজ্ঞপ্তি :
পাবনার সাঁথিয়ায় নাবী রোপা আমান ধানের বীজ বিনামূল্যে বিতরণ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 82
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে নাবী রোপা আমন ধানের বীজ বিতরণের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার(২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের বিআরডিসি গুদামের সামনে প্রধান অতিথি হিসেবে উক্ত ধানের বীজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধরী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ সুধীজন।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী জানান, উপজেলার প্রতিজন কৃষক-কৃষাণীকে ৫কেজি করে ১৫০জনকে নাবী রোপা আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।