গাইবান্ধায় চলছে ভিবিডি’র মাসব্যাপী এক ভিন্ন রকম আয়োজন!
- প্রকাশিত সময় ১০:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / 173
গাইবান্ধা প্রতিনিধি: বিশ্বব্যাপি করোনার প্রকোপে থমকে দাঁড়িয়েছে সারা বিশ্ব। বন্ধ করতে হয়েছে জনসমাগমপূর্ণ সকল স্থান।
আমাদের বাংলাদেশ গত ১৬ মাস হলো বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সব থেকে বেশি প্রভাব পরছে কোমলমতি বাচ্চাদের।তারা পারছে না নিজেদের পড়াশোনায় মনোযোগী করতে, অবহেলায়,চর্চার অভাবে ঝড়ে পরছে এইসকল কোমলমতি বাচ্চারা।
এই বিষয়টাকে মাথায় রেখে ভিবিডি – গাইবান্ধা জেলা পুরো জুলাই জুড়ে আয়োজন করেছিলো ‘Invest in Education’ নামের ইভেন্টি।
যেখানে সকল ভলান্টিয়াররা নিজদের বাসা থেকে স্বাস্থ্য বিধি মেনে বয়োবৃদ্ধসহ বাচ্চা দের নিয়মিত পাঠদান করে চলেছে। পুরো জুলাই মাস জুড়ে ১০০ টিরও বেশি বাচ্চাসহ ১০ জনের মতো বয়োবৃদ্ধ মানুষ পাঠদানের মাধ্যমে উপকৃত হয়েছে ইভেন্টি থেকে।
ভলান্টিয়ারদের অক্লান্ত চেষ্টার ফলে নিজেদের বাসার কাজের লোক থেকে শুরু করে বয়োবৃদ্ধ ও তাদের আশেপাশের অসংখ্য মানুষ যারা নিজেদের নামটি ঠিক মতো লিখতে পারতো না, তারা এই ইভেন্টের আওতায় নিজেদের নাম সহ নানা বিষয়ে জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে ।
পাশাপাশি বাচ্চারা নিয়মিত পাঠদানে পড়াশুনায় নিজেদের মনোযোগী করতে পেরেছে। উল্লেখ এই ইভেন্টটি বর্তমানের চলমান রয়েছে।