ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ফরিদপুরে সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ কমিটি গঠনের ও মাছ লুটে সহয়তার অভিযোগ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / 95

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার সমবায় কর্মকর্তার বিরাজ মোহন কুণ্ডুর বিরুদ্ধে সোনালী মৎস্য জীবী সমবায় সমিতির প্রায়১০-১৫ লক্ষ টাকার মাছ লুটে সহায়তা ও অবৈধ ভাবে অন্তবর্তী কমিটি গঠনের অভিযোগ এনে মহা পরিচালক সমবায় অধিদপ্তরের নিকট অভিযোগ দাখিল করেছেন সোনালী মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক ও মৎস্য চাষী নিখিল সরকার ।

উল্লেখ্য নিখিল সরকার আরো বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ফরিদপুর জেলার সদর উপজেলাধীন ১২৭ শোভারামপুর মৌজায় শোভারামপুর-কোমরপুর শর্টকার্টের ২য় ক্রস দীর্ঘ হতে ৩ (জোন্দারবাড়ী) পর্যন্ত ১২:০০ একর আয়তন বিশিষ্ট জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি।

চুক্তিপত্র অনুযায়ী বাংলা সনের ১৪২৬-১৪২৮ সন (তিন বছর )পর্যন্ত এই জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি। এই জলাশয়ের আমরা সমিতির অর্থায়নে মাছ চাষ করি এবং চাষ কৃত মাছ বিক্রি করে আয় করা টাকা আমাদের সমিতি মূল অর্থিক উৎস।

সোনালী মৎস্য জীবী সমবায়  সমিতির সম্পাদক নিখিল সরকার অভিযোগ করেন,গত ১৯ মার্চ২০২১ তারিখ  শুক্রবার বেলা ১১.০০ ঘটিকায় মাছ চুরির অভিযোগে বহিষ্কৃত সদস্য শংকর হালদারের নেতৃত্বে  শওকত মন্ডল, ইউসুফ, দস্যু কামাল, ওহাব,খোকন, জাকির প্রামানিক, ফিরোজ, সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মৎস খামারে যেয়ে খামারের দায়িত্ব প্রাপ্ত সোনালী মৎস্য জীবী সমিতির  সদস্য সেলিম শেখ কে জীবননাশের হুমকি দিয়ে জোরপূর্বক সমিতির জলাশয়ের মাছ ধরে নিয়ে যায়।

এসময় শংকর হালদার দাবি করেন তিনি এখন সোনালী মৎস্য জীবী সমবায় সমিতির নতুন নিয়োগকৃত সভাপতি। তাদেরকে সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড সমিতির সভাপতি বানিয়েছেন সর্বশেষ।

তিনি প্রশ্ন করেন আমাদের চলমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রস্তাবনা ছাড়া কিভাবে একটা নতুন অন্তর্বর্তী কমিটি  হয় এবং সদর উপজেলা সমবায় অফিসার কেন এই অবৈধ কমিটি করে আমাদের সমিতির সম্পদ লুট করতে লুটেরা চোর ও সন্ত্রাসীদের সহযোগিতা করল।আমি এই দূর্নীতিবাজ সরকারি অফিসার সহ সকল লুটেরাদের বিচারের দাবি জানাই।

এবিষয়ে শংকর হালদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ১০ বছর ধরে সোনালী মৎস্য জীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। সবশেষে সদর উপজেলা সমবায় অফিসার আমার কমিটির অনুমোদন দিয়েছেন।

তিনি আমাকে ডেকে নিয়ে এই সমিতির সভাপতি নিয়োগ দেন।এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুর সাথে মোবাইল এ যোগাযোগ করা হলে তিনি জানান, সমিতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে চার মাসের জন্য এই অন্তবর্তী কমিটি গঠন করি।

এসময় তাকে প্রশ্ন করা হয় তিনি এই কমিটি গঠনের আগে তিনি কি ততকালীন চলমান সভাপতি বা সম্পাদক কে কোন চিঠি দিয়ে এবিষয়ে অবগত করেছিলেন কি না?তিনি বলেন আমার ঠিক মনে পরছে না, সম্ভবত হ্যাঁ দিয়েছিলাম।

আমার কাছে বেশ কয়েক জন সমবায়ী এসে কমিটি গঠনের আবেদন জানায় আমি সেই জন্য কমিটির অনুমোদন দেই। ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

উক্ত সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডের বিরুদ্ধে এর আগেও ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে কর্মরত কানাইপুর বহুমুখী সমবায় সমিতি,কানাইপুর,ফরিদপুর এর সমবায়ীদের হয়রারীসহ নানা অভিযোগ রয়েছে।

আরও পরুনঃ সিরাজগঞ্জের সলঙ্গায় হিরোইন সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে সদর উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ কমিটি গঠনের ও মাছ লুটে সহয়তার অভিযোগ

প্রকাশিত সময় ০১:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার সমবায় কর্মকর্তার বিরাজ মোহন কুণ্ডুর বিরুদ্ধে সোনালী মৎস্য জীবী সমবায় সমিতির প্রায়১০-১৫ লক্ষ টাকার মাছ লুটে সহায়তা ও অবৈধ ভাবে অন্তবর্তী কমিটি গঠনের অভিযোগ এনে মহা পরিচালক সমবায় অধিদপ্তরের নিকট অভিযোগ দাখিল করেছেন সোনালী মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক ও মৎস্য চাষী নিখিল সরকার ।

উল্লেখ্য নিখিল সরকার আরো বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ফরিদপুর জেলার সদর উপজেলাধীন ১২৭ শোভারামপুর মৌজায় শোভারামপুর-কোমরপুর শর্টকার্টের ২য় ক্রস দীর্ঘ হতে ৩ (জোন্দারবাড়ী) পর্যন্ত ১২:০০ একর আয়তন বিশিষ্ট জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি।

চুক্তিপত্র অনুযায়ী বাংলা সনের ১৪২৬-১৪২৮ সন (তিন বছর )পর্যন্ত এই জলাশয়ের ইজারাদার সোনালী মৎস্য জীবী সমবায় সমিতি। এই জলাশয়ের আমরা সমিতির অর্থায়নে মাছ চাষ করি এবং চাষ কৃত মাছ বিক্রি করে আয় করা টাকা আমাদের সমিতি মূল অর্থিক উৎস।

সোনালী মৎস্য জীবী সমবায়  সমিতির সম্পাদক নিখিল সরকার অভিযোগ করেন,গত ১৯ মার্চ২০২১ তারিখ  শুক্রবার বেলা ১১.০০ ঘটিকায় মাছ চুরির অভিযোগে বহিষ্কৃত সদস্য শংকর হালদারের নেতৃত্বে  শওকত মন্ডল, ইউসুফ, দস্যু কামাল, ওহাব,খোকন, জাকির প্রামানিক, ফিরোজ, সহ অজ্ঞাত আরো ২০-২৫ জন মৎস খামারে যেয়ে খামারের দায়িত্ব প্রাপ্ত সোনালী মৎস্য জীবী সমিতির  সদস্য সেলিম শেখ কে জীবননাশের হুমকি দিয়ে জোরপূর্বক সমিতির জলাশয়ের মাছ ধরে নিয়ে যায়।

এসময় শংকর হালদার দাবি করেন তিনি এখন সোনালী মৎস্য জীবী সমবায় সমিতির নতুন নিয়োগকৃত সভাপতি। তাদেরকে সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ড সমিতির সভাপতি বানিয়েছেন সর্বশেষ।

তিনি প্রশ্ন করেন আমাদের চলমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রস্তাবনা ছাড়া কিভাবে একটা নতুন অন্তর্বর্তী কমিটি  হয় এবং সদর উপজেলা সমবায় অফিসার কেন এই অবৈধ কমিটি করে আমাদের সমিতির সম্পদ লুট করতে লুটেরা চোর ও সন্ত্রাসীদের সহযোগিতা করল।আমি এই দূর্নীতিবাজ সরকারি অফিসার সহ সকল লুটেরাদের বিচারের দাবি জানাই।

এবিষয়ে শংকর হালদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ১০ বছর ধরে সোনালী মৎস্য জীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। সবশেষে সদর উপজেলা সমবায় অফিসার আমার কমিটির অনুমোদন দিয়েছেন।

তিনি আমাকে ডেকে নিয়ে এই সমিতির সভাপতি নিয়োগ দেন।এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুর সাথে মোবাইল এ যোগাযোগ করা হলে তিনি জানান, সমিতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে চার মাসের জন্য এই অন্তবর্তী কমিটি গঠন করি।

এসময় তাকে প্রশ্ন করা হয় তিনি এই কমিটি গঠনের আগে তিনি কি ততকালীন চলমান সভাপতি বা সম্পাদক কে কোন চিঠি দিয়ে এবিষয়ে অবগত করেছিলেন কি না?তিনি বলেন আমার ঠিক মনে পরছে না, সম্ভবত হ্যাঁ দিয়েছিলাম।

আমার কাছে বেশ কয়েক জন সমবায়ী এসে কমিটি গঠনের আবেদন জানায় আমি সেই জন্য কমিটির অনুমোদন দেই। ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

উক্ত সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডের বিরুদ্ধে এর আগেও ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে কর্মরত কানাইপুর বহুমুখী সমবায় সমিতি,কানাইপুর,ফরিদপুর এর সমবায়ীদের হয়রারীসহ নানা অভিযোগ রয়েছে।

আরও পরুনঃ সিরাজগঞ্জের সলঙ্গায় হিরোইন সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক