পাবনার চাটমোহরে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / 191
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ‘অনলাইন জুয়ার’ নামে প্রতারক চক্রের তিন জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- মো.আরশেদ আলীর ছেলে মোঃ আশরাফুজ্জামান ফারুক (২৬), মোসলেম উদ্দিনের ছেলে মোঃ কাউসার আলী (২২), পিতা হযরত আলীর ছেলে মোঃ কবির হোসেন খবির (৪০)। গ্রেফতারকৃত জুয়ারুরা উভয়ে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর ও দোলং গ্রামের বাসিন্দা।
ডিবির ওসি হান্নান মাহমুদ জানান, পাবনা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান (বিপিএম) স্যারের দিক নির্দেশনায় জেলার গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুজ্জামান ফারুকসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে
দীর্ঘদিন এলাকার যুব সমাজসহ সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে আসছিল। মূলত অনলাইনে বিভিন্ন এ্যাপসের মাধ্যমে খেলা পরিচালনা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা বিভিন্ন সময়ে টাকা লেনদেন করত।
আটককৃত জোয়ারু চক্রের মূলহোতা আশরাফুজ্জামান ফারুকের নিজ বাড়ি থেকে নগদ ৭০০ টাকা, ৩ টি মোবাইল ফোনসহ জুয়া খেলার কাজে ব্যবহৃত হিসাব সংক্রান্ত কাগজ পত্র উদ্বার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় ১৮৬৭ সালের ৩/৪ ধারায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ পাবনার চাটমোহরে এলপিজি’র দাম লাগামহীন