১লা আগস্ট থেকে ভারত-বাংলাদেশ রুটে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু
- প্রকাশিত সময় ০৬:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / 199
স্বতঃকন্ঠ বার্তাকক্ষঃ গম ও বোল্ডার বহনকারী একটি পণ্যবাহী ট্রেন ১ আগস্ট (রবিবার) ভারতের হলদিবাড়ি থেকে বাংলাদেশে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে — ৫৬ বছর পর দুই দেশ কর্তৃক পুনরুজ্জীবিত রেল পথে।
গতকাল ভারতীয় রেল চারজন লোকোমোটিভ পাইলট এবং সমান সংখ্যক রক্ষীর জন্য একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে। সংবাদদাতারা জানিয়েছেন, ভারতীয় রেল কর্মকর্তাদের একটি দল নিয়ে একটি লোকোমোটিভ বাংলাদেশের চিলাহাটিতে এসেছিল।
রবিবার, মালবাহী ট্রেনটি — গম এবং বোল্ডার বহনকারী ৩০টি ওয়াগন নিয়ে গঠিত — বাংলাদেশের পার্বতীপুরে প্রবেশ করতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান পিআরও সুবহানান চন্দা জানিয়েছেন, আরও ট্রেন চালু করার সম্ভাবনা রয়েছে।
গত বছরের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগের দূরবর্তী উদ্বোধন করেন।
এই সংযোগ চালু হলে ভারতের নিউ জলপাইগুড়ি (জেপি) থেকে নীলফামারি, জামালপুর ও নাসিরাবাদ হয়ে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন চলাচল করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের চিলাহাটি, ডোমার, তোরোনবাড়ি, নীলফামারি, সাইদপুর, দর্শনা এবং পারবাটিপুর হয়ে জেপি থেকে কলকাতাপর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলও পাইপলাইনে রয়েছে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে যে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগের পুনরুজ্জীবন ঘটে, তা ভারত ও বাংলাদেশের বৃহত্তর বাণিজ্য ও জনসংযোগের জন্য যোগাযোগ ব্যবস্থার প্রসারের প্রচেষ্টার অংশ।
আরও পড়ুনঃ ঢাকা টু ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন ২৭ মার্চ