সিরাজগঞ্জের সলঙ্গায় ভুয়া ডিবি পুলিশ আটক
- প্রকাশিত সময় ০৫:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / 157
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা বাজারে ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ারুল ইসলাম নামে (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে থাানা পুলিশ। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় ঘুড়কা বেলতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ারুল তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার মোত্তালেবের পুত্র বলে সূত্র নিশ্চিত করেন।
সূত্র বলছে,মাস্ক না পরা ও দোকান খুলে রাখার অভিযোগ এনে ঘুড়কা বেলতলা বাজার এলাকায় ক্ষুদ্র দোকানী ও ভ্যান – রিক্সা চালকদের কাছ থেকে চাঁদাবাজী করার সময় তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে স্থানীয় ক্ষুদ্র দোকানীদের কাছে সন্দেহের উদ্রেক হয়।
এসময় কথিত ভুয়া ডিবি পুলিশ আনোয়ারুলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে থলের বিড়াল বেরিয়ে আসে। কথিত ভুয়া ডিবি পুলিশ জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে এরকম কাজ না করার অঙ্গীকার ব্যাক্ত করে।
এসময় মারমুখী জনতা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠলে কিছু সচেতন নাগরিক বিষয়টি সলঙ্গার অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাদের জিলানীকে অবহিত করেন।
সলঙ্গা থানার এএসআই মোঃ আবেদ আলী ঘটনা স্থলে এসে ভুয়া ডিবি পুলিশ আনোয়ারুল ইসলাম কে আটক করে থানায় নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীর অপরাধের সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেন থানা পুলিশ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল কাদের জিলানীকে তাঁর অফিসিয়াল মুঠো ফোনে জানান, অপরাধীকে থানা হেফাজতে রাখা হয়েছে।আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।