সিরাজগঞ্জের তাড়াশে সন্তানের হাতে পিতা লাঞ্চিত
- প্রকাশিত সময় ০৬:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / 112
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী লিখে না দেওয়ায় সন্তানের হাতে পিতা লাঞ্চিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামে।
৩০ জুলাই শুক্রবার ওই গ্রামের পিতা মানিক সরদার, ছেলে হাফিজুর রহমান (৪০) ও আব্দুল হান্নান (৩৫)’র হাতে লাঞ্চিত হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সুত্রে জানা যায়, গোলায় গ্রামের মানিক সরদারের ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান কিছুদিন আগে পিতার নিকট থেকে জোড় করে ২ লাখ টাকা হাতিয়ে নেয়।
তার পরেও ক্ষান্ত না হয়ে পিতার বসতবাড়ী তাদের নামে লিখে চাইলে পিতা মানিক সরদার তা দিতে অস্বিকার করেন।এ নিয়ে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি হলে পুত্রদ্বয় পিতা মানিক সরদারকে গালি গালাজ করে।
পিতা গালি গালাজ করতে নিষেধ করলে এ পর্যায়ে ছেলে হাফিজুর রহমান ও আব্দুল হান্নান মানিক সরদারকে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। পরে পিতাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে প্রাণ নাশের হুমকি দেয়।
পিতা প্রাণের ভয়ে তাড়াশ থানায় পুত্রদ্বয়ের নামে অভিযোগ দায়ের করেন।