পাবনায় সুজানগরে সড়ক দুর্ঘটনায় মা দুই মেয়েসহ ৪ জন নিহত
- প্রকাশিত সময় ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / 179
পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগর উপজেলা নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে সিএনজি চালিত অটোরিক্সার সাথে ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে বিলবিস বেগম(২৬), তার মেয়ে সিনথিয়া(০৬) ও শিশু আয়শা(দেড় মাস) এবং সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আরো ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, আমিনপুর থানা ও সুজানগর উপজেলার আহম্মাদপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী বিলকিস, মেয়ে সিনথিয়া ও আয়শা। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে বিলকিস বেগম মেয়েদের নিয়ে সুজানগরের বাপের বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় আহমেদপুর শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।
তারা পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ি সিএনজি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই দুটি শিশু বাচ্চা ও সিএনজির ড্রাইভার মারা যান। গুরুতর আহত মা বিলকিস বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এসময় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।