সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী দিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছে গার্মেন্টস কর্মীরা
- প্রকাশিত সময় ০৯:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / 108
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ১৪ দিনের কঠোর লকডাউন শেষে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদী দিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরছে গার্মেন্টস কর্মীরা।
বন্ধ থাকা সকল মিল কল-কারখানা বন্ধের নির্দেশ থাকলেও গত ৩০শে জুলাই মন্ত্রী পরিষদের দেয়া প্রজ্ঞাপনে মাধ্যমে ১ আগস্ট হইতে রপ্তানি মূখী সকল মিল কল-কারখানা খুলে দেওয়ার নির্দেশনা দেয় এতে করে সারা দেশে ছড়েছিটিয়ে থাকা রপ্তানি মূখী শিল্পের শ্রমিকরা প্রজ্ঞাপন জারীর পর থেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে প্রতিদিন কর্মস্থলে,
সড়কের পাশাপাশি নৌকায়ও কর্মস্থলে ছুটছে দুর্যোগপূর্ণ মধ্যেই শাহজাদপুরের কর্মজীবি মানুষ । শাহজাদপুর উপজেলার হাজার হাজার কর্মজীবি মানুষ পরিবহণ সংকটে গত দু‘দিন ধরে উপজেলার মনাকষা,কৈজুরি,জগতলা,
পাচিল ও জামিরতা ঘাট থেকে যমুনা নদী হয়ে ইঞ্জিন চালিত শ্যালো গরুবাহি নৌকায় গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটছে চাকরি বাচানোর তাগিদে।
এ সুয়োগ কাজে লাগিয়ে নৌকার মাঝিরা ২০০ টাকার ভাড়া ৫০০ টাকা করে নিচ্ছে। তারপরেও কর্মজীবি মানুষ নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে
ছুটছে।
এ বিষয়ে পাচিল গ্রামের হৃদয় হোসেন জানান, বাসের টিকিট পাইনি। ট্রাকে ভাড়া বেশি তাই ঝুকি নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নৌকায় কর্মস্থলে ছুটছি।
এ বিষয়ে জগতলা গ্রামের আমিরুল ইসলাম বলেন, মা বাবা আর ছোট ভাই বোনদের নিয়ে আমাদের সংসার। আমি কাজে যেতে না পারলে সবার আহার বন্ধ হয়ে যাবে।
ওই গ্রামের পারভীন আক্তার জানান, আমার সংসারের উপার্জনক্ষম ব্যক্তি আমি না গেলে চাকরি হারাতে হবে। ফলে পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে। তাই ঝুকি জেনেও নৌকায় কর্মস্থলে যাচ্ছি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, যমুনার চর এলাকার হতদরিদ্র কর্মজীবিরা নৌপথে নৌকায় কম খরচে কর্মস্থলে যাচ্ছে। যাতে পথে কোন দূর্ঘটনা না ঘটে সে জন্য নৌকার মাঝি-মাল্লাদের কঠোর ভাবে শতর্ক করে দেওয়া হয়েছে।