পাবনার চাটমোহরে ন্যায্য মূল্যের চাল-আটা কিনতে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন
- প্রকাশিত সময় ০২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / 122
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ করোনা কালীন কঠোর লকডাউনে স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে পাবনার চাটমোহর পৌর সদরে ন্যায্য মূল্যে খোলা বাজারে ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইনে দাড়িয়ে নিম্ন আয়ের মানুষ চাল ও আটা কিনছেন।
উপজেলার হাট-বাজারে চালের দাম বেড়েছে। করোনা কালীন এই পরিস্থিতিতে নিম্ন আয়ের সাধারন মানুষ ভীড় করছেন খাদ্য অধিদপ্তরের আওতায় ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) এর চাল-আটা ডিলারদের দোকানের সামনে।
চাটমোহর পুরাতন বাজারের (আটচালা) নতুন বাজারের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহী মসজিদ মোড়ে (অরবিটাল লিংক স্কুল এন্ড কলেজ) নারিকেল পাড়া বোনাস মোটরসাইকেল শোরুম সংলগ্ন ডিলার তিমির খন্দকার জানান, সকাল থেকেই অসংখ্য নারী-পুরুষ ও শিশু চাল ও আটা কিনতে লাইন ধরেন। এর মধ্যে মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষই এই লাইনে বেশি।
চাটমোহর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শরিফুল ইসলাম জানান, সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচীর জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হচ্ছে।
আগামী ৭ আগষ্ট শনিবার পর্যন্ত এ কার্যকম চলবে।
আরও পড়ুনঃ পাবনার চাটমোহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা