পাবনার সাঁথিয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ১০:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / 41
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রম সুষ্টভাবে বাস্তবায়ন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (৪ আগষ্ট) দুপুরে সাঁথিয়ার উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
আরো বক্তব্য দেন মেয়র মাহবুবুল আলম বাচ্চু, জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
উপজেলার প্রতিটি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে আগামী ৭ আগষ্ট থেকে কোভিড-১৯ টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রতি ওয়ার্ডে ২২৫০জন নারী-পুরুষ পাবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী। এই কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবককমী ও আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবেন।