রাজবাড়ির পাংশাতে অস্ত্র ও মাদক সহ ৩ জন আটক
- প্রকাশিত সময় ১২:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / 141
ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ভট্টাচার্য গ্রামে র্যাবের অভিযানে ৯২০০ পিচ ইয়াবা, একটি বিদেশি পিস্তল সহ তিন মাদক ব্যবসায়ী আটক।
এসময় তাদের সাথে থাকা মাদক ব্যবসার কাজে ব্যবহারিত ৬ টি মোবাইল ফোন সহ ০৯ টি সিম কার্ড জব্দ করে র্যাব-৮ এর একটি চৌকস দল।
ফরিদপুরে র্যাব-৮ এর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র্যাবের অপস্ অফিসার মেজর মো: খালেদ মাহমুদ অধিনায়ক।
মো. আশরাফুজ্জাম আরিফ(৩৩), মিন্টু মণ্ডল (২৯), উভয়ের জেলা-রাজবাড়ী, মোঃ মামুন শিকদার(৩১), জেলা-পিরোজপুর কে আটক করেন।
এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ৯,২০০ (নায় হা (দুইশত) পিচ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৯ টি সমকার্ডসহ ০৬ টি মোবাইল ফোন জব্দ করে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বিভিন্ন সময় একে অপরের সহায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের ভয় ও বিভিন্ন হুমকি ধামকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এ অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা পাংশা থানায় প্রক্রিয়াধিন বলে জানান র্যাব।