পাবনার চাটমোহরে ইউনিয়ন পর্যায়ে গণটিকা শুরু
- প্রকাশিত সময় ০৮:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / 67
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধ সারাদেশের মত পাবনার চাটমোহর উপজেলার ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ছে গণটিকা কার্যক্রম।
শনিবার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন জানায়, খৈরাশ ১নং ওয়ার্ড, কাটাখালী ২নং ওয়ার্ড ও বাঙ্গালা ৩ নং ওয়ার্ডের প্রাথমিক পর্যায়ে ছয়শত মানুষ আজ এই টিকার আওতায় আসবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মহৎ উদ্দ্যোগে জনগণ সাড়া দিয়ে টিকা গ্রহণ করছে।
২৫ উর্ধে বয়স্ক মানুষ কে টিকার আওতায় আনবেন। এসময় চাটমোহর পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক মোঃ ইশারত আলী,
কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার মোঃ সুজন হোসেন, এসআই সরোয়ার হোসেন, এএসআই আকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সেবিকা
উপস্থিত ছিলেন।