রাজশাহীর পুঠিয়াতে ভুয়া ডাক্তারসহ ২ জন আটক
- প্রকাশিত সময় ১২:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 70
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় য় ট্যাপেনটাডল ট্যাবলেট যৌন উত্তেজক ক্যাপসুল ও বিএমডিসি ভুয়া সার্টিফিকেটধারী ডাক্তারসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলো, পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আঃ রাকিব (৫০) ও তার ছেলে ফজলে রাব্বী (২১)।
সোমবার (৯ আগস্ট) সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেল সোয়া ৫টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-৫,
রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩৬৬ পিচ যৌন উত্তেজক ক্যাপসুল, বিএমডিসি ভুয়া সার্টিফিকেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিত বলা হয়, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে জনৈক আঃ রাকিব তার মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ সাধারণ লোকজনকে চিকিৎসা প্রদান করে আসছে।
একই স্থানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও অন্যান্য মাদক জাতীয় ঔষধ গোপনে এলাকার মাদক সেবীদের কাছে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সোয়া ৫টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর ট্রাফিক মোড় কলেজ মার্কেটে মমতা ফার্মেসীতে পৌছামাত্রই গ্রেফতারকৃত ফজলে রাব্বী অরফে রাব্বী ও আঃ রাকিব দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ভুয়া ডাক্তরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সোমবার সকালে তাদের আদালাতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন নিশ্চিত করেছেন।