পাবনায় অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক
- প্রকাশিত সময় ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 88
পাবনা প্রতিনিধিঃ পাবনায় অভিযোগ পাওয়ার ১০ ঘন্টার মধ্যে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধার করলেন ডিবি পুলিশ
পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯’ আগস্ট) দিবাগত রাত ০২ টার দিকে পাবনা জেলার সুজানগর থানার বদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কৌশলে আটক করেন ডিবি পুলিশ।
(১০ আগস্ট মঙ্গলবার) দুপুরে জেলা পুলিশের ডিবি কার্যালয়ে অভিযান বিষয়ে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এসব তথ্য জানান।
তিনি আরও জানান, সুজানগর থানার বদনপুর এলাকার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে স্থানীয় মাদ্রাসার সামনে থেকে অপহরণ করার পর মারপিট করে ৯৩ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।
ভিকটিম আলাউদ্দিন ঐ ঘটনায় সুজানগর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-০৯/০৮/২০২১ খ্রি.। দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বিভিন্ন ধরনের অপহরণ ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগ রয়েছে।
এ কারণেই মামলাটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তভার অর্পণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৯’ আগস্ট) দিবাগত রাত ০২টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় তাদের নিকট থেকে লুন্ঠন হওয়া (৯৩ হাজার) টাকার মধ্যে নগদ ৭০ হাজার টাকা, ৩ টি মোবাইল ফোন ও ১টি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই চোধুরীপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রবিন আহম্মেদ রানা (৩৪), একই উপজেলার উত্তর বদনপুর এলাকার মো. মাহাতাব মোল্লার ছেলে মো. ফারুক হোসেন (৩৪) ও আজমত এর ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।
আসামীদরে মধ্যে রবিন আহম্মেদ রানা নামে একজনের বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনসহ ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সুজানগর থানাতে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, ডিবি ওসি মো. আব্দুল হান্নানসহ জেলা পুলিশ ও
ডিবি পুলিশের সদস্যরা।