বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খাদ্যে ভেজাল ভ্রাম্যমান আদালতের ৬ জনকে জরিমানা

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১১:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 70
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গো খাদ্যে ভেজাল ও মাস্ক না পড়ায় ৬ জনকে জরিমান করেছে ভ্রাম্যমান আদাতের ম্যাজিষ্ট্রেট।
মঙ্গলবার ১০ আগস্ট বিকেলে ভ্রাম্যমান আদালতের জেলা ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিক উপজেলার গাড়াদহ ইউনিয়নে অভিযান করে একটি বরফ মিল ও মাস্ক না পড়তে, কাপড়ের দোকান
ও পৌর এলাকার ভুষি পট্টি আলামিনের গো খাদ্যের দোকানে অভিযান চালায়। এ সময় গো খাদ্যে ভেজাল দেওয়ার অভিযোগে তাকে ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অফিস সহকারী আবুল হাই শেখ জানান, সব অভিজান শেষে মোট ৫টি মামলায় ২৩ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়েছে।