বিজ্ঞপ্তি :
নীলফামারীর চিলাহাটিতে প্রধানমন্ত্রীর উপহার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / 142
নীলফামারীঃ নীলফামারী জেলা পরিষদের আয়োজনে ডোমারের চিলাহাটিতে প্রধানমন্ত্রীর উপহার হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাক্স, সাবান বিতরন করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) নীলফামারীর চিলাহাটি ডাক বাংলো প্রাঙ্গনে প্রায় ৫০০ জন সুধীজন, মেম্বার, চেয়ারম্যান জেলা পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরন করা হয়।
জেলা পরিষদের আয়োজনে এসময় বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরনের মাধ্যমে করোনা মোকাবেলার আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভোগডাবুরী, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের সদস্যসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।