ফেসবুক সেটিংসে যেসব পরিবর্তন এলো
- প্রকাশিত সময় ০৪:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / 180
স্বতঃকণ্ঠ প্রযুক্তি ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক নিজেদের সেবাকে আরও জনপ্রিয় করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপ্লিকেশন সেটিংসে নতুন আপডেট এনেছে মার্ক জুকারবার্গ এর প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে নিজেদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন।
জানা গেছে, এবার ফাইন্ড টুলের উন্নয়নের মাধ্যমে মানুষের মন বুঝে কাজ করা হবে। কে কী চাইছেন সেই হিসাবে রিকমেন্ডেশন আসবে।
তবে ফেসবুক জানিয়েছে, এ আপডেট আগের সব সেটিংস বজায় রেখেই করা হবে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ইউজারকে পোস্ট করার পর টার্গেট অডিয়েন্স নিয়ে বেশি একটা ভাবতে হবে না। কে কী রকমের পোস্ট ও বিজ্ঞাপন পছন্দ করেন সে অনুসারে আপডেট আনা হবে।
ফেসবুকের সেটিংস ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট, প্রিফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন্স, ইনফরমেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও লিগ্যাল পলিসি।
ফেসবুক আরও কিছু পরিবর্তন এনেছে যেমন, আগে নিউজ ফিড একটি ছোট ক্যাটাগরি ছিল কিন্তু পরে এটিকে প্রিফারেন্সেস অনুযায়ী সিমিলার ক্যাটাগরিতে আনা হয়েছে। ফেসবুক সেটিংসে সার্চ টুলেরও আপডেট করা হয়েছে। এর সাহায্যে ইউজারদের সেটিং সংক্রান্ত অনেক সুবিধা হয়েছে।
সংস্থাটি নিজের অভ্যন্তরীণ গবেষণায় বুঝতে পেরেছে যে, সেটিংসের ক্ষেত্রে সুনির্দিষ্ট নাম ব্যবহার করা হলে অনেকটা সুবিধা হয়। তাই প্রাইভেসি সেটিংস ক্যাটাগরির সঙ্গে অন্যান্য সেটিংসগুলোকেও সংযুক্ত করা হয়েছে।
প্রাইভেসি চেকআপের জন্য সেটিংস পেজের ওপরে একটি শর্টকার্টও রাখা হয়েছে।