ফরিদপুরের সদরপুরে ডাচ্-বাংলা, বিকাশ ও নগদ এজেন্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
- প্রকাশিত সময় ০৪:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / 275
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা সদরপুর উপজেলার চর আড়িয়াল খাঁ হাট এলাকায় বিকাশ, নগদ ও রকেট সহ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মেসার্স সাথী টেলিকমের পরিচালক রুবেল বেপারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর।
করোনাকালীন পরিস্থিতির মধ্যেই চলছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সরকার থেকে পাওয়া শিক্ষার্থী উপবৃত্তি ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ২৫০০ টাকা অনুদান আত্মসাতের ঘটনা ঘটে বলে দাবি চরমানাইর ইউনিয়ন বাসীর।
স্থানীয় হাট ইজারাদার হাজি বদরদদি মুন্সি বলেন, আমাদের এলাকার অধিকাংশ লোকজন রুবেলের বিকাশ, নগদ, রকেট এজেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী অনুদানের টাকা ও আমাদের শিশুদের শিক্ষা উপবৃত্তির টাকা উত্তোলন করেন। সেই সুবাদে রুবেল আমাদের অজ্ঞতা কে কাজে লাগিয়ে বিকাশ, নগদ ও রকেটের গোপনীয় পিন নম্বর হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন, গত ইং ১৮/০৭/২০২১ তারিখে ১। আক্কাস চৌকিদারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান ২,৫০০/- টাকা, গত ইং ১৭/০৭/২০২১ তারিখে ২। হারুন মাতুব্বরের শিক্ষা উপবৃত্তির ১,৮৩০/- টাকা, গত ইং ১৬/০৭/২০২১ তারিখে ৩। খোকন শিকদারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান ২,৫০০/- টাকা, গত ইং ২০/০৭/২০২১ তারিখে শিউলী বেগমের সন্তানদের শিক্ষা উপবৃত্তির ২,৪২৯/- টাকা তিনি প্রতারণা মাধ্যমে আত্মসাৎ করেন। এরা আমাদের হাট কমিটির কাছে অভিযোগ দেয়। আমরা অভিযোগ পেয়ে বিবাদী ও বাদীদের নিয়ে সালিশে বসতে চাইলে রুবেল বেপারী অনাগ্রহ প্রকাশ করে এবং আমাদের সাথে উচ্চবাচ্য করেন।
এর পর অভিযোগকারীরা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের কাছে একটি লিখিত অভিযোগ দিলে তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয় টি দেখতে বলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয় টি তদন্তের জন্য এস আই হাবিব কে দায়িত্ব দেন। কিন্তু সেই এস আই আজ পযর্ন্ত আমাদের এলাকায় এসে ভুক্তভোগীদের কথা শুনেন নি অভিযোগ এলাকাবাসীর।
ভুক্তভোগী শিউলী বেগম বলেন, আমার দুই সন্তানের শিক্ষা উপবৃত্তির ২,৪২৯/- টাকা আমাদের মোবাইল এস.এম.এস এর মাধ্যমে আসে। আমরা মোবাইলের মেসেজ রুবেলকে দেখাইলে রুবেল কয়েকদিন পর আসতে বলেন। এই সুযোগে সে আমাদের উল্লেখিত টাকা প্রতারণা করে নিয়ে যায় বিভিন্ন একাউন্টে। পরবর্তীতে আবার রুবেলের কাছে মোবাইল নিয়ে টাকা উত্তোলনের করতে গেলে রুবেল জানায় যে, আপনার মোবাইলে নগদে কোন টাকা নাই।
অপর এক ভুক্তভোগী স্থানীয় গ্রাম পুলিশ আক্কাস চৌকিদারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান ২,৫০০/- টাকা রুবেল বেপারী তার বিকাশের ও নগদ এজেন্ট নাম্বারের নিয়েছেন এবং তিনি দাবি করেন রুবেলের দোকানে মোবাইল নিয়ে গেলে কিছু ক্ষণ সে মোবাইলের চাপাচাপি করে টাকা সরিয়ে তার নিজের এজেন্ট নাম্বারে ও বলে আপনার টাকা আসেনি। কিন্তু বিষয় টি আমার সন্দেহ হলো আমার ভাতিজাকে দেখালে সে বলে আপনার টাকা তো আসছিল আপনি উঠিয়ে নিয়েছেন এবং সে আমাকে যেই নাম্বারে আমার মোবাইল থেকে টাকা উঠানো হয়েছে সেই নাম্বার বের করে দিলে দেখি সেটা রুবেল বেপারীর নগদের এজেন্ট নাম্বার ছিল।
আমি বিষয়টি বাজার কমিটির কাছে অবগত করি, আরো বেশ কয়েক জনের নিকট অভিযোগ করলে স্থানীয়দের নিয়ে একটি সালিশের ব্যবস্থা করেন বাজার কমিটি। কিন্তু রুবেল সেখানে না উপস্থিত হয়ে ওইদিন রাতে আমার বাড়িতে এসে আমায় ২৫০০ টাকা দিতে চাইলে আমি বলি হাট কমিটির মাধ্যমে বিষয় টি মিমাংসা করতে হবে কারণ আমি তাদের ওখানে আগে অভিযোগ দিছি।
এই বিষয়ে রুবেল বেপারীর সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের সাথে এ বিষয়ে কোন কথা বলতে পারবনেন না বলে জানান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি।