সাইবার নিরাপত্তা প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রকাশিত সময় ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / 125
স্বতঃকন্ঠ বার্তাকক্ষঃ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মধ্যে একটি ত্রিপক্ষীয় বিশেষ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়।
এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশ বিমান বাহিনীর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে সার্বিকভাবে কার্যকরী তথ্য ও সহযোগিতা প্রদান করবে।
বৃহস্পতিবার ১২ আগস্ট বিজিডি ই-গভ সার্ট ও জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক তারেক এম. বরকতউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
করোনার টিকা প্রদান সংশ্লিষ্ট জাতীয় সুরক্ষা অ্যাপে বারংবার বিদেশী মহল থেকে সাইবার হামলার পর এই সমঝতা স্মারক স্বাক্ষরিত হলো।
উক্ত সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচলন) এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম।
সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খায়রুল আমীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) এবং বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনী‘র সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোঃ তৌহিদুল ইসলাম।