পাবনায় মেডিকেলে পড়ুয়া ছাত্রীর শরীরে খালি সিরিঞ্জ পুশ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা
- প্রকাশিত সময় ০৪:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / 144
নিজেস্ব প্রতিবেদকঃ পাবনায় মেডিকেলে পড়ুয়া ছাত্রীর শরীরে করোনার টিকা বদলে খালি সিরিঞ্জ পুশ করার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার ১২ আগস্ট দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী তদন্ত প্রতিবেদন জমা দানের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল মেডিকেল কলেজ এর শেষ বর্ষের ছাত্রী সাবা মারিয়াম অন্তিকাকে করোনা টিকা না দিয়ে খালি সিরিঞ্জ পুশ করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেন তার বাবা আব্দুল হান্নান। অভিযোগের প্রেক্ষিতে গত ৫ আগস্ট পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান, পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান ও জেলা জনস্বাস্থ্য বিভাগের সেবিকা শাহীনূর খানের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিলেও তাদের অনুরোধে আরও তিন দিন সময় বাড়ানো হয়। তবে সময় শেষের আগেই মঙ্গলবার ১০ আগস্ট তারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির প্রধান ডা. রফিকুল হাসান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেয়া হয়েছে। কিন্তু অভিযোগের সত্যতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।
পাবনা জেনারেল হাসপাতাল এর সহকারী পরিচালক ডা. আবু জাফর জানান, টিকা কেন্দ্রে নিয়োজিত দুই নার্স মেরিনা গোমেজ ও মিতা খাতুনকে টিকাদান কার্যক্রম থেকে থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা জেনারেল হাসপাতাল মিলনায়তনে মেডিকেল শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদানের সময় সাবা মারিয়াম অন্তিকাকে টিকা না দিয়ে দেহে খালি সিরিঞ্জ পুশ করা হয় বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদ করার পরে তাকে আবার টিকা দেওয়া হয়।
পরে এই ঘটনার জন্য প্রথমে ভিডিও বার্তায় এবং লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা স্কয়ার টয়লেট্রিজের মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান।