পাবনার সাঁথিয়ায় চোরই গরু উদ্ধারসহ ট্রাক আটক
- প্রকাশিত সময় ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / 103
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ২টি চোরাই গরু উদ্ধারসহ বহনকৃত ট্রাক আটক করেছে থানা পুলিশ। অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার ১৪ আগষ্ট ভোরে ফজরের আজানের সময় উপজেলার পোরাট গ্রামের এবাদ আলী প্রামানিকের গোয়াই ঘর থেকে ১টি গাভী ও ১টি বাছুর সঙ্গবদ্ধ চোররা চুরি করে।
চুরিকৃত গরুটি ট্রাক যার নং ঢাকা মেট্রো-ন -১৯-২৮৪৫ এ তুলে নিয়ে যাওয়ার সময় নগরবাড়ি-ঢাকা বিশ্বরোডের শরিষা-ভিটাপাড়া নামক স্থানে পৌছালে বৃষ্টিতে একটি গাছ পড়ে থাকায় ট্রাক ও গরু ২টি ফেলে সঙ্গবদ্ধ চোররা পালিয়ে যায়। খবর পেযে সাঁথিয়া থানা পুলিশ চোরাই ২টি গরু উদ্ধার সহ ট্রাকটি আটক করে। অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।
গরুর মালিক এবাদ প্রামানিক জানান, প্রতিদিনের ন্যায় গরুগুলো গোয়াই ঘরে রেখে ঘুমিয়ে পড়ি। ফজরের আযানের সময় উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। বুঝে উঠার আগেই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সকালে খবর পেয়ে উপজেলার শরিষা-ভিাপাড়া নামক স্থানে গিয়ে দেখি আমার গরু ২টি ট্রাক থেকে নামিয়ে মহাসড়কের পাশে রয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটক করি।
এসময় গরু ২টি উদ্ধার করা হয়। সঙ্গবদ্ধ চোরদের সনাক্ত পূর্বক আটকের চেষ্টা চলছে।