নগদ ও বিকাশ প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ
- প্রকাশিত সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / 159
ফরিদপুর প্রতিনিধি: করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান ও উপবৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ করেছেন প্রতারক রুবেল বেপারী।
বিকাশ-নগদ প্রতারককে নিয়ে দৈনিক স্বতঃকন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় থানায় অভিযোগ করেছেন সাথী টেলিকমের পরিচালক প্রতারক রুবেল বেপারী।
জানা যায়, করোনাকালীন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি ও দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা আত্মসাৎ করেছেন তিনি। বিষয়টি অস্বীকার করে শুক্রবার ১৩ আগস্ট সদরপুর থানায় সাংবাদিক শিতাংশু ভৌমিক অংকুরের নামে লিখিত অভিযোগ করেন রুবেল বেপারী।
এবিষয়ে রুবেল বেপারী বলেন, হাটের বর্তমান ইজারাদাররা আমার নামে ইএনও স্যারের কাছে আগে অভিযোগ করেছিল, ইএনও স্যার ওসি স্যারকে দায়িত্ব দিলে তার কাছে আমি নির্দোষ প্রমাণিত হই। কিন্তু তারপরও ফরিদপুর থেকে এসে আমার নামে কেন নিউজ করলো আমি বুঝি না। তিনি প্রমাণিত তথ্য না পেয়েই আমার নামে সংবাদ প্রকাশ করে আমার ক্ষতি করেছেন বিধায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
সাংবাদিক শিতাংশু ভৌমিক অংকুর জানান, আমার কাছে ভূক্তভোগীদের অভিযোগ আছে, তাই আমি নিউজ প্রকাশ করেছি। সংবাদ সংগ্রহের সময় তিনি আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সাংবাদিকদের অনৈতিক প্রস্তাব দেন এবং সংবাদ প্রকাশে নিষেধ করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার মুঠোফোনে বলেন, আমি বিষয়টি দেখতেছি।