পাবনায় ৩টি ভিন্ন বাল্যবিবাহ বন্ধ -গ্রেফতার ও জেল জরিমানা
- প্রকাশিত সময় ১২:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / 108
পাবনা সংবাদদাতাঃ শুক্রবার ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় ৩৩৩ হতে এসএমএস পেয়ে জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন এর নির্দেশনা মোতাবেক হিমাইতপুর, মালঞ্চি ও মালিগাছা ৩টি ইউনিয়নের ৩টি ভিন্ন ভিন্ন বাল্যবিবাহ সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন এর তত্ত্বাবধানে বন্ধ করা হয়।
এসময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে বাধাদানকারীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মালঞ্চির মো: আফজাল শেখ, মালিগাছার মো: মুক্তার খাঁ ও মো: ইজাজুল খাঁ ,হিমাইতপুরের মো: চাঁদ আলী প্রমানিক, মো: আমিরুল ইসলাম ও মো: মুক্তার হোসেন এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মো: আলামিন হোসেন।
গ্রেফতারকৃত মোট ৭ জনের মধ্যে ৬ জনকে দন্ডবিধির ১৮৬ ধারার অপরাধে বিভিন্ন মেয়াদের কারাদন্ড এবং ১জনকে জরিমানা দন্ড প্রদান করা হয় ।
বাল্যবিবাহ আইনত ও শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ রোধে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন সর্বদাই সচেষ্ট রয়েছেন।