ব্রাহ্মণবাড়িয়া ট্রলার ডুবি স্বামী স্ত্রীর মৃত্যু
- প্রকাশিত সময় ০৩:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 103
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে গতকাল সোমবার দুপুরে মাছ ধরার ট্রলার ডুবিতে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩৫) ও তার স্ত্রী লিগা (২৩)। ট্রলার ডুবির ঘটনায় কন্যা সন্তান মারিয়া (৭) নিখোঁজ রয়েছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, রিয়াদ ও তার পরিবারে সিলেট থেকে বেড়াতে রবিবার মামা শ্বশুরের বাড়িতে আসে। সোমবার সকালে মোহল্লা গ্রাম থেকে ভৈরবনগরের উদ্যেশে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১০-১২ জন লোক ভ্রমনে বের হয়।
পথিমধ্যে সোনাপাড়া নামকস্থানে দ্রুতগ্রামী স্পীডবোটের ডেউয়ে নৌকাটি উল্টে যায়। ট্রলারে থাকা শামছুল জানান, প্রতিবছরই আমরা নৌকা ভ্রমনের উদ্যেশে এখানে আসি।
দ্রুতগ্রামী স্পীডবোটের ডেউয়ে নৌকাটি তলিয়ে গেলে রিয়াদ ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। তার মেয়ে মারিয়া নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মায়িরাকে উদ্ধারে কাজ চলছে।