সিরাজগঞ্জের শাহজাদপুরে অনার্স পড়ুয়া ছাত্র এখন ভ্যান চালক!
- প্রকাশিত সময় ০২:৪৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 72
শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : শাহজাদপুর পোরজনা ইউনিয়নের অনার্স পড়ুয়া ছাত্র আব্দুল কাদের একটি চাকুরির আসায় সংসার খরচের পাশাপাশি পড়াশোনার সমস্ত খরচ তার এক মাত্র সম্বল ভ্যান চালিয়ে যোগান দিচ্ছে।
তার কাছে কর্মই বড় এজন্য সারাদিন দুটো পয়সার আসায় ভ্যান চালায়। গ্রামের সবাই তাকে শিক্ষিত ভ্যান চালক হিসেবে চেনে।
ভ্যান চালক আব্দুল কাদের জানান, তার বাড়ি পোরজনা ইউনিয়নের পোরজনা গ্রামের শাহজাহান আলীর চার নম্বর পুত্র। ছয় ভাই এক বোন বাবা মিলে তাদের সংসার।
২০১৩ সালে জমিরতা স্কুল থেকে এসএসসি, ২০১৫ সালে শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং পাশ করার পর বেলকুচি সরকারি কলেজে অনার্সে ৪র্থ বর্ষে বাংলা বিভাগে অধ্যায়নরত।
তার পড়া-শোনার অদম্য ইচ্ছা থাকায় সে স্কুল জীবন থেকেই ভ্যান চালিয়ে লেখা-পড়ার খরচ চালাচ্ছে। এখন শুধু পড়া-শোনার খরচই নয় সংসারের বোঝাও টানতে হচ্ছে।
পড়া-শোনার বিষয়ে সে জানান, আমি এসএসসি নিজ খরচে পাশ করলেও এইচএসসি ফরম-ফিলাপের টাকা শাহজাদপুরের প্রাক্তন ইউএনও রাসেল সাবরিন এবং অর্নাসের ভর্তির টাকা এলাকার বিশিষ্ট সমাজ সেবক গোলাম সাকলাইন সার্বিক ভাবে সহযোগিতা করেছিল বলেই আমি এখন পর্যন্ত লেখা-পড়া চালিয়ে যাচ্ছি।
করোনা কালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমার পড়া-শোনার অনেক ক্ষতি হচ্ছে। আমি ছোট বেলা থেকেই অভাবের মধ্যেই মানুষ হয়েছি তাই কাজকে কোন সময় ছোট মনে করি নাই। মাটি কাঁটা থেকে শুরু করে সকল ধরনের কাজই আমি করেছি।
আমার ও আমার পরিবারের ইচ্ছা বর্তমান সরকার শিক্ষিত যুবকদের ঘরে ঘরে চাকুরি দিচ্ছে সেই আলোকেই আমি সাধ্য মতে পড়া-শোনা চালিয়ে যাচ্ছি। লেখা-পড়া যা করেছি অন্যের টাকায় সাহায্য নিয়ে। দ্রারিদ্রতার মধ্যে থেকে বড় হওয়া আব্দুল কাদের শেষ ইচ্ছা, সরকার যেন আমাকে একটা চাকুরির ব্যবস্থা করে দেয় এজন্য গণমাধ্যম কর্মীরা যেন আমার প্রকৃত বাস্তব চিত্র তুলে ধরে সরকারের কাছে পৌছায়।
অত্যান্ত সৎ ও মেধাবি আব্দুল কাদের স্বপ্ন আদৌও পূরণ হবে কিনা এ চিন্তায় আছেন তার পরিবার।