সিরাজগঞ্জ শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী
- প্রকাশিত সময় ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 76
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শাহজাদপুরের মোটর মালিক সমিতির
সাবেক সহ সভাপতি ইলিমগীর মাসুদ জেমকে এদিন দুপুরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে তারা এ মহা সড়ক অবরোধ করেন।
ব্যারিকেট দিয়ে পরিবহণ শ্রমিক-মালিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে পাবনা-ঢাকা, পাবনা-বগুড়া ও শাহজাদপুর-সিরাজগঞ্জ রুটের সবধরণের যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এ মহাসড়কের উভয় পাশে শত শত যানবহন আটকা পড়ে।
এতে আটকা পড়া যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
এরপর যানবহন চলাচল শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃষ্টি উপেক্ষা করে এ অবরোধ চলার ফলে যাত্রীদের এ দিন গন্তব্যে পৌছাতে ২ ঘন্টা বিলম্ব হয়।
এ বিষয়ে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব খান তরুণ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু শামীম সূর্য্য বলেন, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার সমশের নায়েবের ছেলে মীম-ঐশি বাসের মালিক শাহিদুল ইসলাম মুক্তা (৪৮) ১৯ জুলাই মালিক সমিতির অফিস কক্ষে সন্ত্রাসী হামলা চালিয়ে অফিস সহকারী লিয়াকত হোসেনকে মারপিট ও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
এ ঘটনায় ২০ জুলাই সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ
সদস্য হাসিবুর রহমান স্বপন সংগঠনের জরুরী সভা আহব্বান করে শাহিদুল ইসলাম মুক্তাকে সংগঠন থেকে বহিস্কার করে।
পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। জামিনে বেরিয়ে এসে তিনি আবারও নানা ভাবে হুমকি ধামকি দেওয়ায় ২৩ জুলাই তার বিরুদ্ধে বগুড়া- নগরবাড়ি মহাসড়কে মানববন্ধন করা হয়। সে একের পর এক সন্ত্রাসী হামলা চালিয়ে গত ১ মাসে গাড়ি মিস্ত্রি রঞ্জু ও চেইন মাস্টার সিরাজুল ইসলামসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।
সর্বশেষ মঙ্গলবার দুপুরে মালিক সমিতি কার্যালয়ে ঢুকে এ সমিতির সদস্য সাবেক সহ সভাপতি ইলিমগীর মাসুদ জেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
তাকে শাহজাদপুরের পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, গত সোমবার রাতে
শাহজাদপুর থানা সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম, অফিস সহকারী লিয়াকত হোসেনের দায়ের করা মামলার স্বাক্ষী আবু শামীম সূর্য্য, হারুন ও ইলিমগীর মাসুদ জেমকে তার কার্যালয়ে ডেকে নিয়ে সিজ্ঞাসাবাদ করেন।
সন্ত্রাসী বাহিনীর সকল সদস্যকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে এদিন দুপুরে মালিক-শ্রমিকেরা বগুড়া-নগরবাড়ি সহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ৭২ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারের অশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম বলেন,ঘটনার পরপরই আমাদের একাধিক টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।
আমরা যত দ্রুত সম্ভব তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রেখেছি।