নওগাঁর সাপাহারে ক্ষুদ্র-নৃগোষ্ঠী যুব সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিমূলক হস্তশিল্প প্রশিক্ষণ উদ্বোধন
- প্রকাশিত সময় ০৬:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / 102
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সাপাহারে ক্ষুদ্র-নৃগোষ্ঠী যুব সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিমূলক হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ আগষ্ট উপজেলা যুব উন্নয়নের আয়োজনে যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় ক্ষুদ্র- নৃগোষ্ঠী যুব সম্প্রদায়কে হস্তশিল্প (মিষ্টির প্যাকেট, কগজের ব্যাগ, ঠোংগা, বিভিন্নরকম খাম ইত্যাদি তৈরি) বিষয়ক প্রশিক্ষন প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সকল প্রশিক্ষনার্থীদের আর্থিক স্বাবলম্বী ও সক্ষমতার জন্য করনীয় হস্তশিল্প বিষয়ে বাস্তব সম্মত দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাপাহার উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন সমন্বয় অফিসার (জাইকা) শহিদুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, প্রমুখ।