ফরিদপুরে সাত মাস পর চালু হলো বনলতা সিনেমা হল
- প্রকাশিত সময় ০৯:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / 181
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে লকডাউন এর কারণে দেশের অনন্য সিনেমাহলের মতই এ সিনেমা হল কি ও বন্ধ ছিল প্রায় সাত মাস। সাত মাস পর চালু হলো বনলতা সিনেমা হল।
এ ব্যাপারে বনলতা সিনেমা হল এর কর্মকর্তা মোহাম্মদ সোবহান জানান দীর্ঘদিন ধরে তাদের সিনেমা হল বন্ধ ছিল সে কারণে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সরকারের কাছে কোন প্রণোদনার আবেদন করবেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন আমাদের আপাতত টার্গেট সিনেমা হল টা চালু হওয়া। কেননা একটা সিনেমা আনতে যে টাকা খরচ হয় তা পরে আর ওঠে না।
ফলশ্রুতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য আমরা আগের সিনেমা হল চালু করব। এবং হলের পরিবেশ ঠিক রাখা। দর্শকেরা যাতে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে সেটা নিশ্চিত করা । সে জন্য মানসম্মত ছবি চালাবো। পরবর্তীতে সরকারের কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করব।
তিনি বলেন এই সিনেমা হলের মালিক সাদিকুজ্জামান মিলন পাল। আমরা সিনেমা হলটি ভাড়ায় চালাই। তবে আশা করছি সবকিছু ঠিক থাকলে এবং লকডাউন না থাকলে। ফরিদপুরের সিনেমা হল অন্তত কিছুটা হলেও তার জৌলুস ফিরিয়ে পেতে পারবে।
সিনেমা হলে ৮০ টাকা ও ১০০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। তবে প্রথম দিন বলে লোকজনের ভীড় ততটা লক্ষ্য করা যায়নি।