টাঙ্গাইলে শাপলা তুলে গিয়ে বাড়ি ফেরা হলো না শিফাতের
- প্রকাশিত সময় ০৯:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / 82
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বৃষ্টিতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে উপজেলার ঘোনাপাড়া গ্রামের মোশারফের ছেলে শিফাত (১২) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের তাহেরের ছেলে তানভীর আহত ।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন বলেন শিফাত ও তানভীর দুই বন্ধু মিলে দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। সে সময় বজ্রপাত হয়।
এতে তারা আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে তাৎক্ষণিক টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নিহত শিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।