সিরাজগঞ্জের তাড়াশে জলাবদ্ধতায় কৃষকের স্বপ্ন পানির নিচে
- প্রকাশিত সময় ০৮:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / 111
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জলাবদ্ধতায় কৃষকের স্বপ্ন পানির নিচে ডুবে গেছে। ২৯ আগস্ট রবিবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের তালম নাগোর পাড়াতে সরেজমিনে গিয়ে দেখা যায় কলামুলা, কলাকুপা, নামো সিলেট ও নাগোড় পাড়ার প্রায় ৫ হাজার বিঘা আবাদী জমি জলাবদ্ধতায় কারনে কৃষকের স্বপ্ন পানির নিচে ডুবে গেছে।
যে ব্রীজ দিয়ে পানি বের হতো ওই ব্রীজের মুখ তালম গ্রামের প্রভাবশালী আকবর আলী বিএসসি পুকুর কেটে বন্ধ করে দেওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ রকম অনেক পুকুর খনন করায় পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়েছে।
পানি বের করার জন্য এ বিষয়ে ওই এলাকার জনগন উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দেন। ইউএনও তদন্তের জন্য উপজেলা কৃষি অফিসার কে সেই স্থানে পাঠান।
তিনি প্রভাবশালীদের চাপে সেখানে কোন সিদ্ধান্ত না দিয়ে কর্তৃপক্ষের পরামর্শে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। পরে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।