পাবনার আটঘরিয়ার ঐতিহ্যবাহী গোড়রী চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা
- প্রকাশিত সময় ১২:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / 64
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার গোড়রী চিকনাই নদী প্রতিবছরের ন্যায় এবার জাকজমপূর্নভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শরিবার ৪ সেপ্টেম্বর বিকালে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
স্কয়ার গ্রুপের সৌজন্যে আয়োজিত বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
আরও উপস্থিত ছিলেন সাবেক পাবনা পৌরসভার মেয়র কামরুল ইসলাম মিন্টু, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা সনি বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম,
চাটমোহর পৌর সভার মেয়র শাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর, আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, পাবনা প্রেক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,
সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল,
আটঘরিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, আটঘরিয়া উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, যুব লীগ নেতা নাসিম উদ্দিন সহ অনেকেই
এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতায় ধারাবর্নণায় ছিলেন বিটিভি’র খোরশেদ রায়হান।