সিরাজগঞ্জের সদরে চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজি মামলার ০১ জন দূধর্ষ আসামী গ্রেফতার।
- প্রকাশিত সময় ০৮:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / 95
স্বতঃ কন্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের সদরে চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজি মামলার ০১ জন দূধর্ষ আসামী গ্রেফতার করেছে র্যাব-১২।
০৪/০৯/২০২১ ইং তারিখে অনুমান সন্ধ্যা ০৬.৪৫ টার সময় সাইদুল ইসলাম(২০),পিতা- মো- আব্দুল সাত্তার,সাং-বহুতি,পোস্ট-শিয়ালকোল,থানা-সদর,জেলা-সিরাজগঞ্জ ঢাকা হতে নিজ বাড়ি সিরাজগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দেন পথে তাকে অপহরন করা হয়।
ভিকটিম সাইদুল ইসলাম যখন নলকা মোড়ে বাস হইতে নামে অজ্ঞাতনামা অপহরনকারীরা জোর করে তাকে সিএনজিতে করে তুলে নিয়ে অজ্ঞাতনামা স্থানে আটকিয়ে রাখে।
অপহরনকারীরা ভিকটিমের ভাইকে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে এবং শারীরিক নির্যাতন করে কান্নার শব্দ ভিকটিমের পরিবারকে শোনায় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজা খুজির পর ০৪/০৯/২০২১ তারিখ আনুমানিক রাত ০৯.০০ ঘটিকায় র্যাব-১২ এর কাছে অপহরণের অভিযোগ করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে ০৫/০৯/২০২১ তারিখ বিকেল ০৪.০০ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকা হতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার করে এবং ভিকটিম সাইদুল ইসলামকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী মুহাম্মদ কাসেম আলী(২৮), পিতা- মৃত শহিদুল ইসলাম,সাং- রঘুনাথপুর পূর্ব পাড়া, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ।
এ সংক্রান্তে অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।