বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / 142
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ৮ সেপ্টেম্বর ১২ টার সময় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাগধা গ্রামের সরস্বতীর শাখা নদীর পানিতে ডুবে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাব্বত আলী জানান, নিহত মোহাম্মদ নানার বাড়িতে এসে সরস্বতীর শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।