ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করেছে

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • / 213

স্বতঃকণ্ঠ আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আফগানিস্তানে তালেবানরা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীসভা গঠন করছে।

সোমবার ৭ সেপ্টেম্বর ৩৩ জনকে নিয়ে গঠিত কার্যনির্বাহী মন্ত্রিসভার সদস্যদের ঘোষণা দেয় তালেবানরা।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেন, জনগণকে সেবা প্রদানের জন্য কার্যনির্বাহী মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে।

ভারপ্রাপ্ত মন্ত্রিসভায় মোল্লা মুহাদ হাসান আখুন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী (আল-উজরার কার্যনির্বাহী প্রধান) এবং মোল্লা আব্দুল গনি বারাদার এবং মাওলাউই আব্দুস-সালাম হানাফিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে বলেছেন, কার্যনির্বাহী মন্ত্রিসভা শীঘ্রই কাজ শুরু করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তালেবানরা মানবাধিকার এবং সংখ্যালঘু অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, “ইসলামিক আমিরাত মানবাধিকার খাতে ইসলামের প্রয়োজনীয়তা, সংখ্যালঘুদের অধিকার এবং সুবিধাবঞ্চিত স্তরগুলোর অধিকারের কাঠামোর মধ্যে গুরুতর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে গঠিতঃ

১) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, আল-উজরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী)
২) মোল্লা আব্দুল গনি বারাদার, ডেপুটি
৩) মাওলাউই আব্দুস-সালাম হানাফি, ডেপুটি
৪) মাওলাউই মোহাম্মদিয়াকাউব মুজাহিদ, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
৫) মোল্লা সিরাজউদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী
৬) মাওলাউই আমির খান মোত্তাঘি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
৭) মোল্লা হেদায়েতুল্লাহ বদ্রী, ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী
৮) শেখ মাওলাউই নুরুল্লাহ মুনির, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী
৯) মোল্লা খেরুল্লাহ খেরখাহ, তথ্য ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
১০) কারি দান হানিফ, অর্থনীতি ভারপ্রাপ্ত মন্ত্রী
১১) হজ ও ধর্মীয় কর্মমন্ত্রী শেখ মাওলাউই নূর মোহাম্মদ সাকিব
১২) মাওলাউই আব্দুল হাকিম শারিই, ভারপ্রাপ্ত বিচার মন্ত্রী
১৩) মোল্লা নূরুল্লাহ নূরী, কনসাল-ই-কাবা’ই-এর ভারপ্রাপ্ত মন্ত্রী
১৪) মোল্লা মোহাম্মদ ইউনেস আখুন্দজাদা, পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত মন্ত্রী
১৫) শাইখ মোহাম্মদ খালেদ, আমন্ত্রণ ও নির্দেশনার ভারপ্রাপ্ত মন্ত্রী আমর বালমাউফ এবং নাহী আল-মানকার
১৬) মোল্লা আব্দুল মানান ওমারি, জনসুবিধা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
১৭) খনি ও পেট্রোলিয়াম এর ভারপ্রাপ্ত মন্ত্রী হাজি মোল্লা মোহাম্মদ ইসা আখুন্দ
১৮) মোল্লা আব্দুল লতিফ মনসুর, পানি ও বিদ্যুৎ মন্ত্রী
১৯) মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা, বিমান ও পরিবহন ভারপ্রাপ্ত মন্ত্রী
২০) মাওলাউই আব্দুল বাকি হাক্কানি, উচ্চশিক্ষার ভারপ্রাপ্ত মন্ত্রী
২১) মাওলাউই নাজিবুল্লাহ হাক্কানি, যোগাযোগ মন্ত্রী
২২) হাজি খলিল-উর-রহমান হাক্কানি, শরণার্থী ভারপ্রাপ্ত মন্ত্রী
২৩) মোল্লা আব্দুল হাউক ওয়াসিক, গোয়েন্দা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক
২৪) দা আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হাজি মোহাম্মদ ইদ্রিস
২৫) মাওলাউই আহমাদজান আহমাদি, ভারপ্রাপ্ত পরিচালক
২৬) মোল্লা মোহাম্মদ ফাজেল মাজলুম, প্রতিরক্ষা উপমন্ত্রী
২৭) কারি ফাসিহউদ্দিন, দেশের ডান লয়
২৮) শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই, উপ-পররাষ্ট্রমন্ত্রী
২৯) মাওলাউই নূর জালাল, স্বরাষ্ট্র উপমন্ত্রী
৩০) মাওলাউই জাবিহুল্লাহ মুজাহিদ, তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী
৩১) মোল্লা তাজ মীর জাওয়াদ, গোয়েন্দা বিভাগের সাধারণ অধিদপ্তরের প্রথম উপ-পরিচালক
৩২) মোল্লা রহমতুল্লাহ নাজিব, গোয়েন্দা বিভাগের সাধারণ অধিদপ্তরের প্রশাসনিক উপ-পরিচালক
৩৩) মোল্লা আব্দুল ইক্কিউ আখুন্দ, উপ-স্বরাষ্ট্র মন্ত্রী কাউন্টার নারকোটিক্স

সূত্রঃ টোলো নিউজ

আরও পড়ুনঃ পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান

তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করেছে

প্রকাশিত সময় ০৩:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

স্বতঃকণ্ঠ আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আফগানিস্তানে তালেবানরা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীসভা গঠন করছে।

সোমবার ৭ সেপ্টেম্বর ৩৩ জনকে নিয়ে গঠিত কার্যনির্বাহী মন্ত্রিসভার সদস্যদের ঘোষণা দেয় তালেবানরা।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেন, জনগণকে সেবা প্রদানের জন্য কার্যনির্বাহী মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে।

ভারপ্রাপ্ত মন্ত্রিসভায় মোল্লা মুহাদ হাসান আখুন্দকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী (আল-উজরার কার্যনির্বাহী প্রধান) এবং মোল্লা আব্দুল গনি বারাদার এবং মাওলাউই আব্দুস-সালাম হানাফিকে তার ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে তালেবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে বলেছেন, কার্যনির্বাহী মন্ত্রিসভা শীঘ্রই কাজ শুরু করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, তালেবানরা মানবাধিকার এবং সংখ্যালঘু অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, “ইসলামিক আমিরাত মানবাধিকার খাতে ইসলামের প্রয়োজনীয়তা, সংখ্যালঘুদের অধিকার এবং সুবিধাবঞ্চিত স্তরগুলোর অধিকারের কাঠামোর মধ্যে গুরুতর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা নিম্নলিখিত ব্যক্তিদের নিয়ে গঠিতঃ

১) মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ, আল-উজরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী)
২) মোল্লা আব্দুল গনি বারাদার, ডেপুটি
৩) মাওলাউই আব্দুস-সালাম হানাফি, ডেপুটি
৪) মাওলাউই মোহাম্মদিয়াকাউব মুজাহিদ, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
৫) মোল্লা সিরাজউদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী
৬) মাওলাউই আমির খান মোত্তাঘি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
৭) মোল্লা হেদায়েতুল্লাহ বদ্রী, ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী
৮) শেখ মাওলাউই নুরুল্লাহ মুনির, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী
৯) মোল্লা খেরুল্লাহ খেরখাহ, তথ্য ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
১০) কারি দান হানিফ, অর্থনীতি ভারপ্রাপ্ত মন্ত্রী
১১) হজ ও ধর্মীয় কর্মমন্ত্রী শেখ মাওলাউই নূর মোহাম্মদ সাকিব
১২) মাওলাউই আব্দুল হাকিম শারিই, ভারপ্রাপ্ত বিচার মন্ত্রী
১৩) মোল্লা নূরুল্লাহ নূরী, কনসাল-ই-কাবা’ই-এর ভারপ্রাপ্ত মন্ত্রী
১৪) মোল্লা মোহাম্মদ ইউনেস আখুন্দজাদা, পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত মন্ত্রী
১৫) শাইখ মোহাম্মদ খালেদ, আমন্ত্রণ ও নির্দেশনার ভারপ্রাপ্ত মন্ত্রী আমর বালমাউফ এবং নাহী আল-মানকার
১৬) মোল্লা আব্দুল মানান ওমারি, জনসুবিধা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী
১৭) খনি ও পেট্রোলিয়াম এর ভারপ্রাপ্ত মন্ত্রী হাজি মোল্লা মোহাম্মদ ইসা আখুন্দ
১৮) মোল্লা আব্দুল লতিফ মনসুর, পানি ও বিদ্যুৎ মন্ত্রী
১৯) মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা, বিমান ও পরিবহন ভারপ্রাপ্ত মন্ত্রী
২০) মাওলাউই আব্দুল বাকি হাক্কানি, উচ্চশিক্ষার ভারপ্রাপ্ত মন্ত্রী
২১) মাওলাউই নাজিবুল্লাহ হাক্কানি, যোগাযোগ মন্ত্রী
২২) হাজি খলিল-উর-রহমান হাক্কানি, শরণার্থী ভারপ্রাপ্ত মন্ত্রী
২৩) মোল্লা আব্দুল হাউক ওয়াসিক, গোয়েন্দা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক
২৪) দা আফগানিস্তান ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হাজি মোহাম্মদ ইদ্রিস
২৫) মাওলাউই আহমাদজান আহমাদি, ভারপ্রাপ্ত পরিচালক
২৬) মোল্লা মোহাম্মদ ফাজেল মাজলুম, প্রতিরক্ষা উপমন্ত্রী
২৭) কারি ফাসিহউদ্দিন, দেশের ডান লয়
২৮) শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই, উপ-পররাষ্ট্রমন্ত্রী
২৯) মাওলাউই নূর জালাল, স্বরাষ্ট্র উপমন্ত্রী
৩০) মাওলাউই জাবিহুল্লাহ মুজাহিদ, তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী
৩১) মোল্লা তাজ মীর জাওয়াদ, গোয়েন্দা বিভাগের সাধারণ অধিদপ্তরের প্রথম উপ-পরিচালক
৩২) মোল্লা রহমতুল্লাহ নাজিব, গোয়েন্দা বিভাগের সাধারণ অধিদপ্তরের প্রশাসনিক উপ-পরিচালক
৩৩) মোল্লা আব্দুল ইক্কিউ আখুন্দ, উপ-স্বরাষ্ট্র মন্ত্রী কাউন্টার নারকোটিক্স

সূত্রঃ টোলো নিউজ

আরও পড়ুনঃ পাঞ্জশির প্রদেশ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান