পাবনার আটঘরিয়ায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস পালিত
- প্রকাশিত সময় ০১:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / 81
আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তজাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ সেপ্টম্বর সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা।
আরও বক্তব্য রাখেন- দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মায়া প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম শাজাহান আলী।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সহকারি প্রোগ্রামার রোখনুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে ১০জন দুঃস্থ্য ও সংস্কৃতিক সেবিদের মাঝে জনপ্রতি ২৫০০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।