গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১০:০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / 110
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য অধিদপ্তরের জেলা কার্যালয় গাইবান্ধার আয়োজনে মাদক পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুস সবুর মন্ডল পিএএ।
গত ১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ পর্যালোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
জননেতা মোঃ আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান, গাইবান্ধা র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক খান,বীর মুক্তিযোদ্ধা
ও উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান শেখ ছাদেক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ জহিরুল ইসলাম ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান,পেশাজীবি মানুষ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।